বাকশিস’র ঝিকরগাছা কমিটির সভাপতি ইলিয়াস ও সম্পাদক আমিরুল

Share Now..

ঝিকরগাছা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা উপজেলায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার গঠিত কমিটির সভাপতি ইলিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

ঝিকরগাছা বাসস্ট্যান্ডে কবির হোটেলের দ্বিতীয় তলায় বাকশিস (সেলিম ভুঁইয়া) আয়োজিত শিক্ষক সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন।কমিটি গঠনের আগে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বকশিস এর সভাপতি উপাধ্যক্ষ মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক ইবাদত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বাকশিস নেতা আমিনুর রহমান পিন্টু, আমিনুর রহমান মধু, আসাদুজ্জামান শাহিন, আলমগীর সিদ্দিক, মামুনুর রশীদ। এছাড়াও স্থানীয় কলেজের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সকাল শিক্ষকদের মতামতের ভিত্তিতে ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীনকে সভাপতি, বাঁকড়া কলেজের সহকারী অধ্যাপক আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং শিমুলিয়া কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *