বাগদান সেরে ফেললেন শোভন-সোহিনী?

Share Now..

টালিউড অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমে যে কোনো রাখঢাক নেই তা সবারই জানা। দুজনের সম্পর্ক তারা সবাইকে বেশ বুঝিয়েই চলেন। এই তো কিছু দিন আগেই দু’জন মিলে ঘুরে এসেছেন বরফের দেশ সুইডেন থেকে। এরই মধ্যে একটি ভিডিওতে শোভনের অনামিকায় নতুন আংটি তৈরি করেছে নানা জল্পনা। 

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন শোভন। ‘প্যায়ার কা নাগমা’ গাইছেন গায়ক। 

সেই ভিডিওতে দেখা যায় গায়কের ডান হাতের অনামিকায় একটা আংটি জ্বলজ্বল করছে। তা হলে কি বিদেশে বেড়াতে গিয়ে বাগদান সেরে ফেললেন শোভন-সোহিনী? যাই হোক সে উত্তর সময়ই দেবে।

এর আগে শোভনের বয়সে বড় ইমনের সঙ্গে প্রেমটা টেকেনি, মাঝে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গেও প্রেমে জড়ান শোভন। তবে সে সম্পর্কেরও পরিণতি হয়নি। ২০২৩-এর মাঝামাঝি দুজনের ব্রেক-আপের খবর জানাজানি হয়। যদিও স্বস্তিকা জানান অনেক আগে মন আলাদা হয়েছে দুজনের।

এরপর সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান শোভন।

এদিকে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সোহিনী, শোনা যায়, দুজনে লিভ ইনও করতেন এক সময়। তবে সেই প্রেম টেকেনি তাদের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *