বাজপাখি, নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার পেলেন মার্টিনেজ
১১ ঘন্টার ঝটিকা এক সফরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মূলত কলকাতা সফরে এলেও তার আগে কিছু সময়ের জন্য বাংলাদেশের মাটিতে পা রেখেছেন মার্টিনেজ। বিশ্বচ্যাম্পিয়ন এই তারকাকে বাংলাদেশে আনার মূল আয়োজক ফান্ডেড নেক্সট নামের একটি আইটি কোম্পানি। আয়োজকদের আমন্ত্রণে মার্টিনেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর্জেন্টাইন তারকার সঙ্গে দেখা করে পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পলক।
আয়োজকদের পক্ষে থেকে মার্টিনেজকে কিছু উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পলক। বাংলাদেশের মানুষ ভালোবেসে মার্টিনেজকে ‘বাজপাখি’ বলে ডাকেন। সেই ‘বাজপাখি’র একটি প্রতীক মার্টিনেজকে উপহার দেওয়া হয়েছে জানিয়ে পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে।’
‘বাজপাখি’ নামটি মার্টিনেজের খুব পছন্দ হয়েছে জানিয়ে পলক বলেন, ‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’
শুধু বাজপাখিই নয়, মার্টিনেজকে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের প্রতীকও উপহার দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নদীমাতৃক দেশ নৌকাও দেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকাকে, পাটের তৈরি একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়েছে।’বাজপাখি, নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার পেলেন মার্টিনেজ
১১ ঘন্টার ঝটিকা এক সফরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মূলত কলকাতা সফরে এলেও তার আগে কিছু সময়ের জন্য বাংলাদেশের মাটিতে পা রেখেছেন মার্টিনেজ। বিশ্বচ্যাম্পিয়ন এই তারকাকে বাংলাদেশে আনার মূল আয়োজক ফান্ডেড নেক্সট নামের একটি আইটি কোম্পানি। আয়োজকদের আমন্ত্রণে মার্টিনেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর্জেন্টাইন তারকার সঙ্গে দেখা করে পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পলক।
আয়োজকদের পক্ষে থেকে মার্টিনেজকে কিছু উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পলক। বাংলাদেশের মানুষ ভালোবেসে মার্টিনেজকে ‘বাজপাখি’ বলে ডাকেন। সেই ‘বাজপাখি’র একটি প্রতীক মার্টিনেজকে উপহার দেওয়া হয়েছে জানিয়ে পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে।’
‘বাজপাখি’ নামটি মার্টিনেজের খুব পছন্দ হয়েছে জানিয়ে পলক বলেন, ‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’
শুধু বাজপাখিই নয়, মার্টিনেজকে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের প্রতীকও উপহার দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নদীমাতৃক দেশ নৌকাও দেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকাকে, পাটের তৈরি একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়েছে।’