বাজারে অস্বস্তি, এক সপ্তাহে বেড়েছে ১২ পণ্যের দাম

Share Now..

কিছুদিন ধরে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বাজারে এমন কোনো পণ্য নেই, যার দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে আছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গেল এক সপ্তাহের (৭-১৪ অক্টোবর) মধ্যে ১২টি নিত্যপণ্যের দাম বেড়েছে, যার মাঝে রয়েছে সয়াবিন তেল, পাম অয়েল, রাইস ব্র্যান অয়েল, আলু, ছোলা, পেঁয়াজ, রসুন, জিরা, দারুচিনি, ধনে, গরুর মাংস ও ডিম। জানা গেছে, ডিমের দাম নতুন করে বেড়েছে ডজনপ্রতি ১২ টাকা। দাম উঠেছে ডজনপ্রতি ১৮০–২০০ টাকায়। ডিমের দাম কমাতে ভোক্তা অধিকার বাজারে অভিযান শুরুর পর ডিম বিক্রিই বন্ধ রেখেছে কিছু কিছু আড়ত। ফলে ডিমের সংকট রয়েছে বাজারে।

অন্যদিকে এক সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১ টাকা বেড়েছে। এ নিয়ে এক মাসে বাড়ল ৪ টাকা। আলুর দাম কেজিতে ৫ টাকা, পেঁয়াজ ৫ টাকা এবং গরুর মাংসের দাম কেজিপ্রতি ৫০ টাকা বেড়েছে। টিসিবির তালিকায় শাকসবজির দাম উল্লেখ থাকে না। যদিও এখন বাজারে সবচেয়ে চড়া দাম শাকসবজির। বেশির ভাগ সবজির কেজি ৮০ টাকা থেকে শুরু। কোনো কোনো সবজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি। টিসিবি বলছে, কিছু জিনিসের দাম বাড়লেও এক সপ্তাহে দাম কমেছে সাতটি নিত্যপণ্যের। এর মধ্যে রয়েছে মসুর ডাল, মুগ ডাল, আদা, এলাচি, খাসির মাংস, দেশি মুরগি ও চিনি। এসব পণ্যের দাম আগেই অনেক চড়া ছিল। ফলে সামান্য কমলেও তাতে স্বস্তি ফেরেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *