বাজেট ইস্যুতে ইমরান খান সরকারকে গালি দিয়েছে কিউডব্লিউপি
Share Now..
পাকিস্তানের উন্নয়নমূলক বাজেটে খাইবার পাখতুনখোয়া প্রদেশের অংশের ভাগ কমিয়ে দেওয়ার কারণে ইমরান খানের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে গালি দিয়েছে কওমি ওয়াতন পার্টি (কিউডব্লিউপি)। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ইয়াহু নিউজ।
গত মঙ্গলবার পেশোয়ার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কিউডব্লিউপির খাইবার পাখতুনখোয়া প্রদেশের চেয়ারম্যান সিকান্দার হায়াট খান শেরপাও ফেডারাল বাজেটে অ্যাডহক ত্রাণ হিসেবে সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশনের ১০ শতাংশ বৃদ্ধি প্রত্যাখ্যান করেছেন। বলেন, এটি ২৫ শতাংশ বাড়ানো উচিত ছিল।
এ সময় দরিদ্রদের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের ত্রুটিযুক্ত অর্থনৈতিক নীতিরও সমালোচনা করেন তিনি।
Gaming is the ultimate escape Who else agrees Lucky Cola