বাড়তি বোনাস ফিরিয়ে দিয়ে প্রশংসিত রাহুল দ্রাবিড়

Share Now..

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় বিপুল অংকের অর্থ পুরস্কার পেয়েছে ভারতীয় ক্রিকেটাররা। বিশ্বকাপজয়ী দলকে ১২৫ কোটি রুপি বোনাস দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপ জয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে বাড়তি বোনাস দিতে চেয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু বাড়তি বোনাস নিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের সাবেক এই ব্যাটিং কিংবদন্তি।

দ্রাবিড় বলেন, সহকর্মীদের থেকে বেশি বোনাস নেওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ তাদের প্রচেষ্টা ও পরিশ্রম তারই সমান।

বিশ্বকাপ জয়ে অবদানের জন্য বোলিং কোচ পরশ মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরসহ ভারতের প্রত্যেক কোচিং স্টাফকে আড়াই কোটি রুপি পুরস্কার দেওয়া হয়েছিল। দলের প্রধান কোচ দ্রাবিড়কে এর বাইরেও অতিরিক্ত আড়াই কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়, যা তিনি নিতে অস্বীকৃতি জানান। এই সমতার স্বীকৃতির জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন দ্রাবিড়।

প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজ্যোত সিং সিধু দ্রাবিড়ের প্রশংসা করে বলেছিলেন, ‘সুগন্ধি তার চরিত্র থেকে আসে, পারফিউম থেকে নয়।’

ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রাবিড়ের প্রশংসা করে লিখেছেন, ‘যে বিশ্ব এখন ‘আমাকে দেখ’ স্রোতে ভাসছে এবং অর্থের বিনিময়ে গুণগান গাইছে সেখানে রাহুল দ্রাবিড় শেখালেন নম্রতাই জীবনের আসল সৌন্দর্য। আমাদের এটাই শিখতে হবে, মহত্ত্ব অর্জন করতে হবে এবং এটা পুরোটাই আমাদের ওপর নির্ভর করে যে আমরা কোনটা শিখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *