বাবার লা*শ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিচ্ছে সাজু

Share Now..


পরিবারে কান্না রোল পড়ছে। বাড়িতে চলছে লাশ দাফনের প্রস্তুতি। এ অবস্থায় বাবার লাশ বাড়িতে রেখে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে পরীক্ষার্থী মো. সাজু মিয়া।

মঙ্গলবার (৯ মে) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ী কাউয়ারমোড় বাংলারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সাজু মিয়া চলতি এসএসসি পরীক্ষায় মানবিক শাখায় ভেড়ভেরী হাজির হাট স্কুল থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে।

পরীক্ষার্থী মো. সাজু মিয়া বলেন, আমার বাবা গোলাম রব্বানী গত দুই বছর থেকে পেটের ব্যথায় ভুগছিলেন। চিকিৎসকরা আমার বাবাকে ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিল। কিন্তু আমার বাবা কৃষক হওয়ায় আর্থিক সংকটের কারণে ভারতে নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় সোমবার (৮ মে) দিবাগত রাতে বাবা খুব অসুস্থ হয়ে পরেন। পরে সকাল ৮ টার দিকে তিনি মারা যান।

কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব আব্দুল মালেক বলেন, বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া খুবই কষ্টকর এবং মর্মান্তিক। তবুও ছেলেটি মঙ্গলবার গণিত বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছে। তার পারিবারিক সূত্রে জানতে পেরেছি দুপুর আড়াইটার দিকে ওই পরীক্ষার্থীর বাবার লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী বলেন, আমি ওই পরীক্ষার্থীর বিষয়ে খোঁজ খবর নিয়েছি।

3 thoughts on “বাবার লা*শ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিচ্ছে সাজু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *