বাবা ছিলেন বাসচালক, সন্তান এখন ব্যক্তিগত উড়োজাহাজের মালিক
দিলজিৎ দোসাঞ্জ। ভারতীয় গায়ক ও অভিনেতা। গেল বছরের অন্যতম সেরা বলিউড অভিনেতা তিনি। গায়ক হিসেবেও তুমুল জনপ্রিয়। তার কনসার্টের টিকিট পেতে ভক্তদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। আজ সোমবার (৬ জানুয়ারি) পাঞ্জাবি এই গায়ক-অভিনেতার জন্মদিন। আজ তার ৪১ বছর পূর্ণ হলো।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে যাওয়া যাক তার সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য। জন্মের পর এই গায়ক-অভিনেতার নাম ছিল দলজিৎ সিং। এরপর ২০০৪ সালে নিজের প্রথম গানের অ্যালবাম ‘ইশক উড়া অদা’ রিলিজ করেন তিনি। তখনই নাম বদলে ফেলেন। দলজিৎ থেকে হয়ে যান দিলজিৎ। সারা দুনিয়ায় ছড়িয়ে আছে তার ভক্তরা। কখনো সিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন। কখনো আবার টেলর সুইফটের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। দেশ-বিদেশের মঞ্চে তার অনুষ্ঠানে ঝড় তোলেন অনুরাগীরা।
মাত্র ১৬ বছর বয়স থেকে স্থানীয় গুরুদ্বারে গান গাইতে শুরু করেন দিলজিৎ। মাত্র ১৮ বছরে প্রথম উপার্জন তার। এক জন্মদিনের অনুষ্ঠানে গান গেয়ে ৩ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন দিলজিৎ। ২০০৪ সালে প্রথম অ্যালবাম মুক্তি পায় দিলজিতের। নাম ছিল ‘ইশক উড়া অদা’। তৃতীয় অ্যালবাম থেকেই পরিচিতি পাওয়া শুরু দিলজিতের। ‘স্মাইল’ নামে সেই অ্যালবামের প্রযোজনা করেছিলেন সুখপাল সুখ। এই অ্যালবামেই ছিল দিলজিতের জনপ্রিয় গান ‘নাচ দিয়া অলরান কুয়াইরাঁ’ ও ‘পগ্গান পোছভিয়ান ওয়ালে’।
২০১৩ সালে নিজের জন্মদিনের দিন একটি এনজিও শুরু করেন দিলজিৎ। নাম দিয়েছিলেন ‘সানঝ ফাউন্ডেশন’। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে দিলজিতের এই এনজিও। এছাড়াও বিভিন্ন অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমেও সাহায্য করে এই সংস্থা। গান গাইতে গাইতেই অভিনয়ের জগতে পা রাখেন দিলজিৎ। ২০১১ সালে ‘দ্য লায়ন অব পাঞ্জাব’ ছবিতে কাজ করেছিলেন তিনি। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই ছবি। কিন্তু ছবিতে দিলজিতের একটি গান বিপুল সাড়া ফেলেছিল। ক্রমে অভিনয়ের জগতেও স্থায়ী জায়গা করে নেন দিলজিৎ। ‘গুড নিউজ’, ‘উড়তা পাঞ্জাব’, ‘অমর সিং চামকিলা’, ‘ক্রু’-র মতো ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। শোনা যায় দিলজিৎ সিং বিবাহিত। তার একটি ছেলেও রয়েছে। তবে পরিবারকে লাইমলাইট থেকে একেবারেই দূরে রেখেছেন তিনি। বহু সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছে যে তার কাজের প্রভাব তার পরিবারের উপর কোনোভাবে পড়ুক এটা তিনি চান না একেবারেই। সেই জন্যই পরিবারের ব্যাপারে ক্যামেরার সামনে কখনও মুখ খুলতে দেখা যায়নি দিলজিৎকে। গুরদাস মানের পর দিলজিৎ দোসাঞ্জ দ্বিতীয় পাঞ্জাবি গায়ক যিনি লন্ডনের ওয়েম্বলে অ্যারেনা-তে জমিয়ে শো করেছেন। ১২,৫০০ সিটের অডিটোরিয়ামের সব সিট বুক ছিল দিলজিতের শোয়ের দিন।
দিলজিৎই প্রথম পাগড়ি বাঁধা শিখ যার মোমের মূর্তি রয়েছে মাদাম তুসোর জাদুঘরে। গায়ক-অভিনেতার ঝুলিতে রয়েছে আরও খেতাব। দিলজিৎ সাতটি Brit Asia TV World Music Award জিতেছেন। তার প্রথম মিউজিক ভিডিও ছিল ‘প্রপার পাটোলা’। একসময়ে মাত্র তিন হাজার রুপি পারিশ্রমিকে কাজ শুরু করলেও আজ তিনি ব্যক্তিগত উড়োজাহাজের মালিক। পাঞ্জাবি এই শিল্পী মোট ১৭২ কোটি রুপির মালিক। গত বছরের ইমতিয়াজ আলীর ‘অমর সিং চামকিলা’ ছবিতে অভিনয় করে চার কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। জামাকাপড় এবং জুতার ব্যাপারে বড়ই শৌখিন দিলজিৎ দোসাঞ্জ। ‘Urban Pendu’ এবং ‘WEARED 6’ এই দুটো ফ্যাশন ব্র্যান্ড রয়েছে দিলজিতের নামের সঙ্গে। স্নিকার কালেকশন করা দিলজিতের অন্যতম শখ। তার সবচেয়ে দামি স্নিকারের নাম Adidas Yeezy 750 Boost। এর দাম ৫,৮০,৬৫০ টাকা।