বার্সেলোনার কোচ হওয়ার খবরকে ‘ভুয়া’ বললেন আর্তেতা

Share Now..

আর্সেনালের চাকরি ছেড়ে বার্সেলোনার কোচ হিসেবে যোগ দেওয়ার খবরকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন মিকেল আর্তেতা। রোববার (২৮ জানুয়ারি) স্পেনের  বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয় আর্তেতা আর্সেনাল ছেড়ে মৌসুমের শেষে বার্সেলোনায় আসছেন। ইতিমধ্যে তিনি এই প্রস্তাব সতীর্থদের জানিয়ে দিয়েছেন। 

বার্সেলোনার বর্তমান কোচ জাভি শনিবার (২৭ জানুয়ারি) হঠাৎ করেই মৌসুমের শেষে কাতালান ক্লাব ছাড়ার ঘোষণা দেন। একের পর এক ব্যর্থতায় তার বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। তার পরিবর্তে বার্সেলোনার পরবর্তী কোচ হিসেবে আর্তেতার কথা সামনে চলে আসে। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা আর্তেতাতর সঙ্গে ক্যাম্প ন্যু’র সম্পর্ক বেশ পুরনো। কিন্তু ৪১ বছর বয়সী আর্তেতা জানিয়েছেন এই মুহূর্তে তিনি আর্সেনালের সঙ্গেই থাকছেন। 

আর্তেতা বলেছেন, ‘আমি সঠিক স্থানেই আছি। সঠিক মানুষদের সান্নিধ্যেই আছি। আর্সেনালে থাকাটা আমি দারুণ উপভোগ করছি। আগেও আমি অনেকবার বলেছি এই ক্লাবের সঙ্গে যাত্রাটা আমার শুরু থেকেই বেশ ভাল ছিল। এখানকার খেলোয়াড়, স্টাফ, মানুষ সবাই আমাকে পছন্দ করে। এখানে কাজের অনেক সুযোগ রয়েছে। আমরা সবাই মিলে সেই লক্ষ্য একে অপরের সাথে ভাগাভাগি করে নেই। সবাই এই ক্লাবের চাওয়াটা বুঝতে পারি। আমরা আরও অনেক কিছু করতে চাই। এখনো ক্লাবের ফলাফলে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। আরও একধাপ উপরে নিয়ে যেতে সবাই মুখিয়ে আছি। এজন্য আমরা সকলের সহযোগিতা চাই, সকলকে পাশে চাই।’

বার্সেলোনার কোচ হওয়ার খবরকে ভুয়া উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘এটা একেবারেই ভুয়া খবর। আমি জানিনা  এ ধরনের খবর কোথা থেকে আসে। এসব একেবারেই অসত্য। আমি আসলেই খুব হতাশ হয়েছি। কোনভাবেই বিশ্বাস করতে পারছি না, এই ধরনের তথ্যের সূত্র কি। আমি বুঝতে পারি আমরা অনেক বড় একটি ইন্ডাস্ট্রিতে কাজ করি। কিন্তু কেউই এই ধরনের অসত্য খবর মেনে নিবে না। আমি সবসময় সরাসরি কথা বলতে পছন্দ করি। যেখানে আছি সেখানটাতে কেমন  উপভোগ করছি সেটা আমি প্রায়ই প্রকাশ করে থাকি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *