বালতি হাতেই অ্যাওয়ার্ড জিতলেন অনন্যা

Share Now..


বলিউডের বর্তমান প্রজন্মের যে কয়েকজন অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম চাংকি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। অভিনয় জগতে হাতেখড়ি হওয়ার পর থেকেই দর্শকদের একের পর এক ধামাকাদার সিনেমা উপহার দিলেও ফ্যাশনের দিক থেকেই তিনি আলোচনায় থাকেন বেশি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি দৃষ্টিনন্দন একটি ব্যাগের কারণে শিরোনাম হয়েছেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তিনি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন। যে ছবিতে পোশাকের চেয়ে তার হাতে থাকা ছোট্ট বালতি ব্যাগটি নজরকাড়ে সবার।

জানা যায় ইন্ডিয়ানস মোস্ট স্টাইলিস্ট ২০২৩’র অ্যাওয়ার্ড শোতে গোলাপি রঙের আউট ফিট পরেই হাজির হয়েছিলেন অনন্যা। এদিন তিনি জিতে নেন ‘মোস্ট স্টাইলিশ উইথ আইকন’ অ্যাওয়ার্ড। ফুচিয়া গোলাপি ব্লেজারসহ একরঙা পোশাক বেছে নিয়েছিলেন এই অভিনেত্রী।

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিলাসবহুল ব্র্যান্ড জুডিথ লেইবার ব্যাগটি তৈরি করেছে। ব্যাগটি তৈরিতে স্বর্ণ ব্যবহার করা হয়েছে। বর্তমানে এ ব্যাগের মূল্য ৫ হাজার ৯৯৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৯ হাজার টাকার বেশি।

অনন্যা পাণ্ডে ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। এতে তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা।

উল্লেখ্য, খুব শীঘ্রই এই অভিনেত্রীকে দেখা যাবে ‘ড্রিম গার্ল ২’ ছবিতে। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিনেমার টিজার। জানা গেছে এই সিনেমায় মেয়েদের পোশাক বানাতে দেখা যাবে অভিনেতাকে। আপাতত ছবির কাজ নিয়ে ভীষণ ব্যস্ত অনন্যা-আয়ুষ্মান।

3 thoughts on “বালতি হাতেই অ্যাওয়ার্ড জিতলেন অনন্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *