বাশারকে টপকে দুইয়ে সাকিব
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান। আজ মিরপুরের আয়ারল্যান্ডের বিপক্ষে টস করতে নেমেই সাদা পোশাকে টাইগেরদের নেতৃত্ব দেওয়ায় হাবিবুল বাশারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাকিব।
চলতি টেস্টসহ এখন পর্যন্ত ১৯ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এর আগে ১৮ টেস্টে নেতৃত্ব দিয়ে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে ছিলেন সাকিব। এবার বাশারকে টপকে এককভাবে দ্বিতীয়স্থানে উথে এলেন সাকিব।
বাংলাদেশকে টেস্টে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সবার উপরে রয়েছেন মুশফিকুর রহিম। ৩৪ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে ৭টিতে জয়, ১৮টিতে হার ও ৯টি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ।
বাশারের অধীনে বাংলাদেশ জয় পেয়েছিলো ১টি টেস্টে, হারে ১৩টিতে আর ড্র করে ৪ ম্যাচে। সাকিবের নেতৃত্বে ৩ম্যাচে জয় পাওয়ার বিপরীতে বাংলাদেশ হেরেছে ১৫ ম্যাচে।