বাসায় বসে টাকা আয়, কী মজা: ফারিয়া

Share Now..

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিনকে সবসময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকতে দেখা যায়। নিজের ভালো লাগা-মন্দ লাগার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার নিজের ভিন্ন ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনার কথা জানালেন এ অভিনেত্রী।

বুধবার (৫ জুন) রাতে নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার খুব ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা হয়েছে। এই প্রফেশনটা খুব লোভনীয় মনে হয়। বাসায় বসে টাকা আয়, কী মজা! হ্যাঁ, কষ্টও আছে, যারা একদিনে অনেকগুলো লাইভ করেন, তাদের কষ্টও হয়।

কিন্তু চিন্তা করে দেখলাম, বাচ্চাকাচ্চা যদি পালা লাগে, বাসায় রেখে কীভাবে শুটিং করব? বাচ্চাও মাকে ছাড়া কীভাবে থাকবে? বেকারও বসে থাকতে ইচ্ছা করবে না। অনেক দিন বেকার থেকে বুঝলাম, আয় না করলে অসহ্য লাগে।

তাই কয়েক দিন ব্র্যান্ড প্রোমোশন করে দেখি, পারি কি না, পারলে তো এটাই করব ঠিক করেছি। আর না পারলে তো শেষে গোল্লা, টাটা বাই বাই!’

২০০৭ সালে এক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *