বিএনপি কর্মীকে জবাই করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে শুক্রবার জুমার নামাজের পর প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় বিএনপি কর্মী কবির হোসেন ওরফে ছালি কবিরকে (৩৩) হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, এজাহারভুক্ত আসামি শাহ আলম ও শহিদ ওরফে কালাম এবং সন্দেহভাজন আসামি মো. কাউসার।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিটন দেওয়ান জানান, ঘটনার রাতে নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ছয়জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক বলেন, এ ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে এলাকায় প্রভাব বিস্তার, দলীয় সন্ত্রাসী কর্মকাণ্ড, পূর্বশত্রুতা, ব্যবসায়িক লেনদেন নিয়েও এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ সব বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে সঠিক ঘটনা জানা যাবে।
উল্লেখ্য, শুক্রবার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বিএনপি কর্মী কবির হোসেন বের হলে মসজিদের সামনে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় তাকে গুলির করার পর বাম পায়ের রগ কেটে ও গলা কেটে করে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। এর আগ থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে মসজিদের সামনে অবস্থান করছিল হত্যাকারীরা।
Your blog is a breath of fresh air in the often mundane world of online content. Your unique perspective and engaging writing style never fail to leave a lasting impression. Thank you for sharing your insights with us.