বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত

Share Now..

কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া রাবার বুলেটের আঘাতে আল-আমিন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে বুড়িচং উপজেলার নবীয়াবাদ সীমান্ত পিলার-২০৬১/১ এসের কাছে এ ঘটনা ঘটে। 

বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, নবীয়াবাদ সীমান্তে মাদক চোরাচালান হয়ে থাকে। গতকাল রাতে ওই এলাকায় বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন। পরে তার স্বজনরা তাকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। তবে গুলি করার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

আল-আমিনের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, বিএসএফ আল-আমিনকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে, যা তার গলা ও বুকে লেগেছে। তবে রাবার বুলেট হওয়ায় তিনি এখন আশঙ্কামুক্ত। নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

বুড়িচং থানার ওসি আবুল হাসানাত বলেন, গণমাধ্যমকর্মীদের থেকে তিনি বিষয়টি জেনেছেন। স্থানীয়ভাবেও খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে এ বিষয়ে ৬০ বিজিবি গণমাধ্যমকে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে গত ৯ জুন সকালে বুড়িচংয়ের জামতলার উত্তরপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হন। পরে ওই দিন সন্ধ্যায় মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *