বিক্ষোভের ভয়ে কাবুল সফর বাতিল পাকিস্তানি কূটনীতিকের

Share Now..

আফগানিস্তান সফরে যাওয়া রকথা ছিলো পাকিস্তানের জাতীয় নিতাপত্তা উপদেষ্টা মোয়েদ ইউসুফের। কিন্তু কাবুল বিমানবন্দরে বড় বিক্ষোভের মুখের পড়তে পারেন এমন শঙ্কায় সেই সফর বাতিল করেছেন তিনি।

গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার (১৮ জানুয়ারি) কাবুল সফরের কথা ছিলো পাকিস্তানের জাতীয় নিতাপত্তা উপদেষ্টার। কিন্তু তার আগমনকে ঘিরে বিক্ষুব্ধ জনতা একত্র হয়ে বিক্ষোভ করতে পারে এমন আশঙ্কা সৃষ্টি হয়েছিলো। তার পূর্বনির্ধারিত সেই সফর বাতিল করেছেন ইউসুফ।

পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে চলমান মানবিক সঙ্কট পর্যালোচনা করার জন্যেই কাবুল সফর করার কথা ছিলো পাকিস্তানের জাতীয় উপদেষ্টার। কিন্তু তার আগমনকে ঘিরে কাবুল বিমানবন্দরের সামনে কয়েকশো জনতা বিক্ষোভ শুরু করে। সেখানে তারা পাকিস্তান বিরোধী বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছিলো।

এমন অবস্থায় সেখানে গেলে পরিস্থিতি আরও প্রকোট হতে পারে এমন আশঙ্কা করেছেন ইউসুফ। তার পূর্বনির্ধারিত এই সফর বাতিল করার সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *