বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা

Share Now..

মহান বিজয় দিবস আজ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্নসমর্পনের মধ্য দিয়ে বিজয় লাভ করে বাংলাদেশ। বিজয় লাভের ৫২ বছর উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন ক্রিকেটাররা।

বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (১৭ ডিসেম্বর) থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে টাইগাররা। শনিবার (১৬ ডিসেম্বর) অনুশীলনের আগে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় দিবস উদযাপন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা।

মুশফিকুর রহিম লিখেছেন, ‘মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যারা পরাধীনতার আধার ঘুচিয়ে এনেছিলো বিজয়ের আলো। সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’

আফিফ হোসেন ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিজয় দিবস আমাদের জন্য এক গৌরবময় দিন। সকলকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।’

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘ও পৃথীবি এবার এসে বাংলাকে নেও চিনে——ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা এবং আড়াই লক্ষ সম্ভ্রম হারানা মা বোনদের বীরত্বে অর্জিত এই বাংলাদেশ। আপনাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘পরাধীনতার গ্লানি দূর করে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয়নে ভূমিকা রাখা জাতির সূর্যসন্তানদের বিজয় দিবসে জানাই সশ্রদ্ধ সম্মান। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *