বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে (বাংলাদেশ হতে ভারতে) আটক

Share Now..

অদ্য ১১ জুন ২০২১ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর
অধিনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে
ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেতবাড়ীয়া গ্রামের সরকারী প্রাইমারী স্কুলের পূর্ব পার্শ্বের পাকা রাস্তার
উপর হতে বাংলাদেশী ১০ জন (পুরুষ-০২, নারী-০৪ ও শিশু-০৪) নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ
হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন যশোর জেলার
কোতয়ালী থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্তার শেখ এর ছেলে মোঃ মিঠু হোসেন (২৬), মিঠুর স্ত্রী
ফজিলা খাতুন (২১), তার মেয়ে মোছাঃ রাবেয়া আক্তার (০৫), খুলনা জেলার ফুলতলা থানার বানিয়া
পুকুর গ্রামের মৃত তুষার কান্তী সরকার এর স্ত্রী শ্রাবনী সরকার (৪৭), নড়াইল জেলার কালিয়া থানার
যাদবপুর গ্রামের কাকা মিয়া মোল্লা এর ছেলে মোঃ আলম মোল্লা (২২), একই থানার মহিষখোলা গ্রামের
শামীম মোল্লা এর স্ত্রী রোকসানা বেগম (২৬) তার ছেলে নুর মোহাম্মদ মোল্লা (০৭) এবং নুর নবী
মোল্লা (০২), একই গ্রামের মিন্টু মোল্লা এর স্ত্রী মোছাঃ আফসানা আক্তার মিম (২২), তার ছেলে মোঃ
মিনহাজুল ইসলাম (০২)।
আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে
পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও
সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

One thought on “বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে (বাংলাদেশ হতে ভারতে) আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *