বিজিবি কর্তৃক মাদকসহ (গাজা) আসামী আটক এবংমালিকবিহীন ভারতীয় গাজা ও মদ আটক
আনুমানিক ২০:০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর
অধিনস্ত পলিয়ানপুর বিওপির ০৬ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত শূন্য
লাইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলিয়ানপুর
গ্রামের মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী মোঃ জোহর
আলী(৪৫), পিতা- মৃত মোনতাজ আলী, এবং রহমান (৩৭), পিতা- মৃত মোসলেহ মন্ডল উভয়ের
গ্রাম-পলিয়ানপুর, পোষ্ট- জিন্নানগর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে ১২ কেজি ভারতীয় গাজাসহ
আটক করা হয়। আটককৃত আসামীদ্বয়কে মাদকদ্রব্যসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের
এবং সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১৩ জুন ২০২১ তারিখ আনুমানিক ০০:৫০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর
অধিনস্ত নিমতলা বিওপির ০৭ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য
লাইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার দর্শনা থানার নিমতলা গ্রামের
মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১ কেজি ভারতীয় গাজা
আটক করে।
১৩ জুন ২০২১ তারিখ আনুমানিক ০৩:০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর
অধিনস্ত বেনীপুর বিওপির ০৬ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য
লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা থানার বেনীপুর
গ্রামের মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় মদ
আটক করে।
In the game world, anything is possible Lucky Cola