‘বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্তদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত’

Share Now..

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিদেশে বসে যেসব বাংলাদেশি নাগরিক ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপে’ অংশ নিচ্ছেন তাদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী কী করছে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রবিরোধী যে সমস্ত কাজ ‍যারা বিদেশে বসে করছে তাদের যাতে পাসপোর্ট বাতিল করা হয় সে জন্য আমরা পরামর্শ দিয়েছি। তাদের তালিকা প্রস্তুত করে…তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী কী করছে সেগুলো পরীক্ষা-নীরিক্ষা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিদেশে থেকে দেখা যাচ্ছে অনেক লোক এমন মিথ্যাচার করছে…কোনো ব্যক্তির বিরুদ্ধে সেটা বলতে পারে। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে হলে যেটা রাষ্ট্রদ্রোহীতা। দুইটা ভিন্ন জিনিস।

এ ছাড়া মন্ত্রী দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের প্রসঙ্গে বলেন, কিছু বিদেশি নাগরিক আছে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তারা বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত। তাদের গ্রেফতার করে এক জায়গায় রেখে তাদেরকে স্ব স্ব দেশে ফেরত পাঠাতে অর্থ বরাদ্দের জন্য আমরা অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি।

One thought on “‘বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্তদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *