বিদ্যুৎ চলে গেলেই আরশ-বৃষ্টির প্রেমালাপ শুরু হয়!
চলতি সময়ের জনপ্রিয় জুটি আরশ খান ও তানিয়া বৃষ্টি। এরইমধ্যে বেশ কিচু নাটক দিয়ে দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছেন। আসছে ভালোবাসা দিবসেও থাকছে এ জুটির নতুন নাটক। ১৩ ফেব্রুয়ারি রঙ্গন মিউজিকে আসছে তাদের অভিনীত ‘লোড শেডিং’ শিরোনামের একটি প্রেমের নাটক। এটি পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান। ল্পে দেখা যাবে-বাসায় বিদ্যুৎ চলে যাবার পরেই তারা ছাদে এসে প্রেমালাপ শুরু করে। এভাবেই সবাইকে ফাঁকি দিয়ে চলতে থাকে তাদের প্রেম ভালোবাসা। কিন্তু একদিন সেটি সবাই জেনে যায়। তানিয়া বৃষ্টিকে নিয়ে তার ভাই অজানা কোথাও চলে যায়। এরপর অন্যদিকে নাটকের মোড় নেয়। শেষ পর্যন্ত আরশ কি পাবে তানিয়োকে?নির্মাতা বলেন, গল্পটি প্রেমের হলেও থাকছে বিচ্ছেদ, না পাবার বেদনা। নাটকের শেষ দৃশ্যটি কি হতে যাচ্ছে এটি দর্শক বুঝতে পারবে না পুরো নাটক না দেখলে। আমি আশা করছি ভালোবাসা দিবসে এটি দর্শকের মনে দাগ কাটবে।