বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ‘ভাইয়ারে’, মুক্তি চলতি মাসে

Share Now..

বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমা ‘ভাইয়ারে’ সিনেমা। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়। সেন্সরে বোর্ডে ছবিটি প্রদর্শনীর পর সবাই এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন বলে জানিয়েছেন অভিনেতা রাসেল মিয়া।

রকিবুল আলম রকিব পরিচালিত এ সিনেমায় অভিনয় করছেন, রাসেল মিয়া, এলিনা শাম্মি, সাখাওয়াত সাগর, জারা, সিমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা হারুন, সুজন রাজাসহ আরও অনেকে।

মঙ্গলবার রকিবুল আলম রকিব বলেন, ‘ভাইয়ারে’ সিনেমাটির গল্প একেবারেই ব্যতিক্রম। ২৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে। ফেব্রুয়ারি মাসেই আমরা এটি সিনেমা হলে মুক্তি দেওয়ার চেষ্টা করছি।

সিনেমাটির কাহিনি সংলাপ গীত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের। এ সিনেমা আবহ সংগীত করেছেন আশিকুজ্জামান অপু। এতে গান থাকছে তিনটি। যার সংগীত পরিচালনা করেন প্লাবন কোরাশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *