বিপিএলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার কম আসার কারণ জানালেন কাটিং

Share Now..

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানে তারকাদের মেল। তবে সেখানে ব্যতিক্রম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরু দুই আসর বাদে তারকা বিদেশি ক্রিকেটার টানতে ব্যর্থ দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ছড়াছড়ি। 

তবে বিপিএলে দেখা যায় না খুব একটা অস্ট্রেলিয়ান ক্রিকেটার। মূলত অন্যান্য লিগগুলোর সঙ্গে সময়সূচি সাংঘর্ষিক হওয়ায় বিপিএলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার কম আসেন। এমনটায় মনে করেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে আসা অজি ক্রিকেটার বেন কাটিং। 

বুধবার (১৭ জানুয়ারি) প্রথমবার সিলেটের অনুশীলনে যোগ দেন বেন কাটিং। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দল প্রসঙ্গে কাটিং বলেন, ‘আমি মনে করি, আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ। বেশিরভাগ ক্রিকেটারের সঙ্গে আজকে প্রথমবার দেখা হলো। তাদের কয়েকজনের বিপক্ষে গত কয়েক বছরে খেলেছি। এখন একই দলে খেলার অভিজ্ঞতা ভালো হবে। আমার মতে, খুব শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হয়েছে আমাদের। দেশি ও বিদেশি ক্রিকেটারদের দারুণ সমন্বয় রয়েছে। এসব টুর্নামেন্টে এমনটাই চাওয়া থাকে।’

বিপিএলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার কম আসার কারণ প্রসঙ্গে এই অজি ক্রিকেটার আরও বলেন, ‘কারণ তো খুব স্বাভাবিক। একই সময়ে বিগ ব্যাশ চলে অস্ট্রেলিয়াতে। আমি বাদে খুব কম অস্ট্রেলিয়ান ক্রিকেটারই অন্য লিগ খেলতে পারে। সম্ভবত ২-১ জন ফ্রিল্যান্সার ক্রিকেটারই শুধু খেলতে পারে।’

তিনি বলেন ‘অন্যজন ক্রিস লিন, সে বিগ ব্যাশ খেলছে। এটাই একমাত্র কারণ। তবে আমি নিশ্চিত ছেলেরা বিপিএল খেলতে এলে অনেক উপভোগ করত। বিগ ব্যাশের সঙ্গে সূচি সাংঘর্ষিক না হলে অস্ট্রেলিয়ার অনেকেই খেলতে পারত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *