বিপিএলে এসেও না খেলেই চলে গেলেন পাক ক্রিকেটার

Share Now..

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছিলেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামার কথা ছিল এই পাক ব্যাটারের। তবে পিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় মাঠে নামার আগেই টুর্নামেন্ট ছেড়ে চলে গেছেন হারিস। রবিবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

এবারের বিপিএলে হারিসসহ আরও বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে খেলার অনুমতি দেয়নি পিসিবি। এই তালিকায় আছেন ফখর জামান, ইফতিখার আহমেদ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইনরা। ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলার কথা ছিল ফখরের। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে চুক্তি হয় ইফতিখার ও নাসিম শাহের।

এছাড়া হাসনাইন ছিলেন হারিসের সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। তাদের সঙ্গে অনাপত্তিপত্র পাননি দুর্দান্ত ঢাকার হয়ে চুক্তি করা সাইম আইয়ুবও। অনাপত্তিপত্র না পাওয়ার কারণে বিপিএলে খেলতে পারছেন পাকিস্তানের এই ক্রিকেটাররা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *