বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ প্রত্যাখ্যান করলেন শোয়েব মালিক
বিপিএলের ম্যাচে এক ওভারে তিনটি নো বল করায় পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শোয়েব। মাঠে ও বাইরে বেশ কঠিন সময়ই পার করছেন তিনি। তাছাড়া নিজের তৃতীয় বিয়ে নিয়ে পারিবারিকভাবে বিরূপ পরিস্থিতিতেও আছেন তিনি।
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছিলেন শোয়েব। ২২ জানুয়ারি বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময় তিনটি নো বলসহ এক ওভারে ১৮ রান দেন শোয়েব। যার কারণে বিরক্তিও প্রকাশ করতে দেখা যায় বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। পরে শোয়েবকে আর বোলিংয়ে আনেনি বরিশাল। দুই ম্যাচ খেলেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দুবাইয়ে উড়াল দেন।
একজন স্পিনারের দ্বারা একই ওভারে তিনবার ওভার স্টেপিং দেখা যায় না বললেই চলে। তাই শোয়েবের এই ঘটনার সঙ্গে ফিক্সিংয়ের গন্ধ খোঁজার চেষ্টা করছেন অনেকেই। তবে বরিশালের মালিক মিজানুর রহমান এমন গুজব উড়িয়ে দিয়েছেন।
বিপিএল ফ্র্যাঞ্চাইজিটির ওই বিবৃতির পর এবার শোয়েব নিজেও মুখ খুলেছেন। নিজের অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে বরিশালের হয়ে খেলা নিয়ে আমার বিরুদ্ধে যে গুজব উঠেছে, তা প্রত্যাখ্যান করছি। আমি আমার অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ওই সময় আলোচনাও করেছি, পরে কি করতে হবে সেটাও পরিকল্পনা করি। পরবর্তীতে দুবাইয়ে আমার আগে থেকে নির্ধারিত কাজ থাকায় বাংলাদেশ ছেড়ে আসতে হয় আমাকে।’
এরপর বরিশালের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘বরিশালের আসন্ন ম্যাচগুলোর জন্য শুভকামনা, যদি প্রয়োজন হয় আমি অবশ্যই তাদের যেকোনো সমর্থন দেওয়ার চেষ্টা করব। মাঠের ক্রিকেটে আমি সবসময় আনন্দ পাই এবং সুযোগ পেলে আবারও সেটি চালিয়ে নিতে চাই।’
নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ ছড়ানোর আগে যাচাই করার আহবান জানিয়ে বরিশালের এই অলরাউন্ডার বলেন, ‘সম্প্রতি ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করাও জরুরি মনে করছি। এ ধরনের ভিত্তিহীন গুজব শক্তভাবে প্রত্যাখ্যান করছি আমি। যেকোনো তথ্য বিশ্বাস এবং ছড়ানোর আগে অবশ্যই যাছাই করা উচিৎ। অন্যথায় এরকম মিথ্যা যে কারও সুনামে আঘাত করার পাশাপাশি বিভ্রান্তিও তৈরি করতে পারে। তাই স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্য সোর্সের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করুন।’
বরিশালের মালিক মিজানুর রহমান বলেছেন, ‘শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি, আমি এটার (শোয়েব মালিককে নিয়ে ফিক্সিংয়ের গুঞ্জন) তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় ও তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি। ক্রিকেটে খারাপ সময় যেতেই পারে, এই সময়ে দল শোয়েবের পাশেই আছে।’ বরিশালের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতির ভিডিও–ও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন শোয়েব।
This post is genuinely a fastidious one it helps new internet
viewers, who are wishing in favor of blogging.