বিপিএলে মাহমুদউল্লাহর দলে তামিম-মাশরাফি, বরিশালে ক্রিস গেইল
আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। বিপিএলের অষ্টম আসর শুরুর আগে আজ সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে খেলোয়াড় ড্রাফট। দুপুর ১২টায় শুরু হওয়া এই ড্রাফটের ১০ম ড্রাফট শেষে নিজ নিজ দলের জন্য পছন্দের খেলোয়াড়দের দলে টেনেছেন ৬ দলের কর্মকর্তারা।
১০ম ড্রাফট শেষে কুমিল্লা দলে দেশীয় খেলোয়াড়দের মধ্যে ডাক পেয়েছেন- মুস্তাফিজ, লিটন, শহিদুল, ইমরুল কায়েস, তানভির, আরিফুল হক, নাহিদুল, মাহমুদুল জয়, সুমন খান। বিদেশী- কুশাল মেন্ডিস, ওশনে থমাস, মইন আলি, সুনিল নারিন, ডু প্লেসিস।
ঢাকা দলে দেশীয় খেলোয়াড়দের মধ্যে ডাক পেয়েছেন- মাহমুদউল্লাহ, তামিম, রুবেল, মাশরাফি, শুভাগত, নাইম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম। বিদেশী- মোহাম্মদ শেহজাদ, ফজল হক ফারুকী, নাজিবুল্লাহ, কায়েস আহমেদ, ইসরু উদানা,
বরিশাল দলে দেশীয় মধ্যে খেলোয়াড়দের ডাক পেয়েছেন- সাকিব, শান্ত, সোহান, মেহেদী রানা, ফজলে রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলি। বিদেশী- ম্যাকওয়ে, আলজারি জোসেফ, হাসারাঙ্গা, মুজিবুর রহমান, ক্রিস গেইল
সিলেট দলে দেশীয় খেলোয়াড়দের মধ্যে ডাক পেয়েছেন- তাসকিন, মিথুন, মোসাদ্দেক, আলামিন হোসেন, নাজমুল অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজি, অলক কপালি, মুক্তার আলি। বিদেশী- রবি বোপারা, এঞ্জেলা পেরেরা, দীনেশ চান্দিমাল, শেরবাজ আহমেদ, কেসরিক উইলিয়ামস,
খুলনা দলে দেশীয় খেলোয়াড়দের মধ্যে ডাক পেয়েছেন- মুশফিক, সৌম্য, শেখ মেহেদী, কামরুল রাব্বি, ইয়াসির রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ, জাকির অনিক। বিদেশী- সেকুজে প্রসন্ন, সেকান্দার রাজা, থিসারা পেরেরা, নাভিন উল হক, রাজাপাকশে,
চট্টগ্রাম দলে দেশীয় খেলোয়াড়দের মধ্যে ডাক পেয়েছেন- নাসুম, আফিফ ধ্রুব, শরিফুল, শামিম, মুকিদুল মুগ্ধ, রেজাউর রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয়, মেহেদি মিরাজ। বিদেশী- চার্ডিক ওয়ালটন, রায়াদ এমরিত, বেনি হাওয়েল, কেনার লুইস।
Monitoruj telefon z dowolnego miejsca i zobacz, co dzieje się na telefonie docelowym. Będziesz mógł monitorować i przechowywać dzienniki połączeń, wiadomości, działania społecznościowe, obrazy, filmy, WhatsApp i więcej. Monitorowanie w czasie rzeczywistym telefonów, nie jest wymagana wiedza techniczna, nie jest wymagane rootowanie.