বিপিএলে ম্যাচ উইনিং পারফরম্যান্স করতে চান রনি

Share Now..

দিন যত যাচ্ছে, ততই উত্সবমুখর পরিবেশ তৈরি হচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে। কেননা, আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএল। সেই লক্ষ্যে আসরটির ফ্রাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের নিয়ে শুরু করে দিয়েছে ক্যাম্প। এই ধারাবাহিকতায় গতকাল বুধবার দ্বিতীয় দিনের অনুশীলন ক্যাম্প করেছে ২০১৭ সালের বিপিএল শিরোপাজয়ী দল রংপুর রাইডার্স। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয় দলটির ওপেনিং ব্যাটার রনি তালুকদার। জানান আসরটি নিয়ে নিজের পরিকল্পনা। হতে চান আসরসেরা রান সংগ্রহকও।

বিপিএলে প্রতি আসরেই ব্যাট হাতে মারকুটে পারফরম্যান্স করতে দেখা যায় রনিকে। এবারও তার ব্যতিক্রম কিছু করতে চান না। এগিয়ে যেতে চান নিজের পরিকল্পনা অনুসারে। বলেন, ‘প্রতিবারই আমার একটা পরিকল্পনা থাকে। এবারও একই রকম পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি চাই, যেন ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারি। এটাই আমার মূল লক্ষ্য। আমার পরিকল্পনা আছে সর্বোচ্চ রান করার। তার চেয়েও বেশি আমি ম্যাচ উইনিং পারফরম্যান্স করতে চাই।’

এদিকে ফ্রাঞ্চাইজিটিতে এবার রনির সতীর্থ হিসেবে খেলবেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত রনি। কয়েক দিন আগে সাকিবের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সব কাজেই খুব ব্যস্ত ছিলেন রনি। তিনি জাতীয় দলেও সাকিবের নেতৃত্বে খেলেছেন কয়েক ম্যাচ। তাই বিশ্বসেরা অলরাউন্ডার দলে থাকায় ভারসাম্য বেড়েছে তাদের এমনটি জানিয়ে বলেন, ‘সাকিব আল হাসান নম্বর ওয়ান খেলোয়াড়, এটা আপনারাও জানেন। উনি থাকায় আমাদের দলের ভারসাম্য তৈরি হয়েছে। একটা ব্যালেন্স টিম তৈরি করেছে রংপুর রাইডার্স। ওভাবে এখনো পরিকল্পনা হয়নি (বিপিএল নিয়ে)। কারণ উনিও তো ব্যস্ত ছিলেন নির্বাচন নিয়ে। দেখা যাক, আবার কথা হবে বিপিএল নিয়ে।’

তবে এবারের আসরে রংপুর রাইডার্সে বিশ্বসেরা সাকিব আল হাসানসহ বেশ কয়েক জন অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছেন। দীর্ঘ বছরের শিরোপা না উঁচিয়ে ধরার আক্ষেপ এই অভিজ্ঞদের দিয়ে ফেরাতে পারবে কি না, জানতে চাইলে রনি বলেন, ‘দেখেন, চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। এখানে নবী ভাই আছে, হজরতউল্লাহ জাজাই আছে। তো এরা অবশ্যই ভালো প্লেয়ার। বললাম না, রংপুর রাইডার্স একটা ভারসাম্যপূর্ণ দল গড়েছে। আমাদের এখন মাঠের পারফরম্যান্স করতে হবে। আমরা চাইব মাঠে ভালো কিছু করার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *