বিবাহবার্ষিকীতে বিয়ের খবর জানা গেল তমালিকার

Share Now..

দীর্ঘ পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। এর মধ্যে জানা যায়, তমালিকা যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন। তবে কোনো সূত্রে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। কিন্তু আজ স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তমালিকা নিজেই প্রকাশ করলেন তার বিয়ের কথা। 

সোমবার (২০ জানুয়ারি) তমালিকা ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। এরই মধ্য দিয়ে নিশ্চিত হয়ছে, তিনি বিয়ে করেছেন। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করেননি। তমালিকা একটি ছবি পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’। তমালিকার পোস্ট করা সেই স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন। 

এই তালিকায় আছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। তমালিকাও অনেকের শুভকামনার উত্তর দিয়েছেন। জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক দিন আগে হয়েছে। তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তাঁরা দুজন প্রেমের সম্পর্কে জড়ান। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন। গেলোবছর নাট্যদল আরণ্যকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিতে দেশে এসেছিলেন। এরপর আবার ফিরে গেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *