বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পেসার হাসান মাহমুদ
আজ শুক্রবার (৯ জুন) বয়িরে পঁিড়তিে বসতে যাচ্ছনে বাংলাদশে জাতীয় দলরে তরুণ পসোর হাসান মাহমুদ। রাজধানী ঢাকাতইে তার বয়িে সম্পন্ন হবে বলে জানয়িছেনে এই ক্রকিটোররে বাবা মো. ফারুক।
বৃহস্পতবিার (৮ জুন) সন্ধ্যায় বষিয়টি নশ্চিতি করে মো. ফারুক জানান, হাসান নজিইে বয়িরে জন্য ময়েে পছন্দ করছেনে। বুধবার (৭ জুন) তার বাগদান হয়ছে।ে ময়েরে বাড়ি গোপালগঞ্জ। তারা সপরবিারে ঢাকায় থাকনে। তবে তনিি হবু পূত্রবধূর নাম জানাতে পারনেন।ি
বুধবার জাতীয় দলরে অনুশীলনরে ফাঁকে দখো যায়, গ্র্যান্ডস্ট্যান্ডে দুই শশিুকে নয়িে দাঁড়য়িে থাকা হাসানরে বাবা ফারুকরে সঙ্গে ক্রকিটোর তাসকনি আহমদে ও এবাদত হোসনে ছবি তুলছনে। বষিয়টি গণমাধ্যমর্কমীদরে নজরে আস।ে
এসময় তনিি ছলেরে বাগদান অনুষ্ঠানরে জন্য লক্ষ্মীপুর থকেে ঢাকায় এসছেনে বলে গণমাধ্যমর্কমীদরে জানান। এর সঙ্গে জানয়িছেনে ছলেরে বয়িে নয়িে বড় ইচ্ছরে কথাও।
তনিি জানান, ওয়ানডে বশ্বিকাপরে আগইে ছোট পরসিরে হাসান বয়িে করবনে। তার বয়িরে অনুষ্ঠান হবে বশ্বিকাপরে পর, তখন জাতীয় দলরে সব ক্রকিটোরকে লক্ষ্মীপুর নয়িে যাওয়ার ইচ্ছে তার। ইচ্ছে আছে মরিপুর শরেে বাংলা স্টডেয়িামে অনুষ্ঠান করারও।
এতো অল্প বয়সে হাসানকে বয়িে দতিে চাওয়ার কারণ জানাতে গয়িে তার বাবা বলছেনে, ‘ফসেবুকে যা শুরু হয়ছে,ে সটো সহ্য করার মতো নয়। সব ময়েরো কবেল অফার দচ্ছি,ে আমার হাসানকে বয়িে করতে চায়। এই কারণে সদ্ধিান্ত নয়িছে,ি ও যনে ভালো থাক,ে যনে একদকিে মন থাক।ে তাই আমরা এই ব্যবস্থা করছে।ি
২০২০ সালে ঘররে মাঠে জম্বিাবুয়রে বপিক্ষে ম্যাচ দয়িে জাতীয় দলে পথচলা শুরু হাসানরে। এখন র্পযন্ত ১১ ওয়ানডতেে ১৮ উইকটে নয়িছেনে ২২ বছর বয়সী এই পসোর। ১৬ ট-িটোয়ন্টেতিওে পয়েছেনে সমান উইকটে। হাসান লক্ষ্মীপুর জলো শহররে বাগবাড়ি এলাকার বাসন্দিা।