বিয়ের পিঁড়িতে শ্রুতি!

Share Now..

চলতি সময়টা বেশ ভালোই কাটছে অভিনেতা কমল হাসানের কন্যা অভিনেত্রী শ্রুতি হাসানের। সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘সালার’ সিনেমার ঝড় এখনও চলছে। এর মাঝেই নতুন বছর বাবা এবং প্রেমিকের সঙ্গে উদযাপন করে নেটদুনিয়ায় ঝড় তুললেন তিনি।

গুঞ্জন রয়েছে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন শ্রুতি ও শান্তনু। এমনকি কিছুদিন আগে সংবাদ প্রকাশিত হয়, লুকিয়ে বিয়ের পিঁড়িতেও বসেছেন তারা। যদিও বিষয়টি নিয়ে সে সময় বেজায় চটেছিলেন শ্রুতি।

তিনি জানিয়েছিলেন, বিয়ে করলে সকলকে জানিয়েই করবেন। তবে প্রেমের বিষয়টি নিয়ে তখন কোনো মন্তব্য না করায় দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছেন অনুরাগীরা। এবার প্রেমিক শান্তনুর হাতে হাত রেখে বাবা কমল হাসানের বাড়িতে বর্ষবরণের উদযাপন করেন শ্রুতি। শুধু তার বাবাই নন, পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

কমল অবশ্য অনেক দিন থেকেই শান্তনুর সঙ্গে পরিচিত। বাকিদের সঙ্গে এই প্রথম তার আলাপ হলো কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি। এরপর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে, পরিবারের সবাই কি তাহলে শ্রুতি-শান্তনুর বিয়ের কথা পাকা করতেই এক হয়েছিলেন! আবার অনেকেই মনে করছেন, শিগগিরই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন শ্রুতি। সেই লক্ষ্যেই একসঙ্গে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি মুখে কুলুপ এঁটে আছেন শ্রুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *