বিয়ের সময় কেঁদেছেন তাহসান, ভিডিওর ফ্যাক্টচেক

Share Now..

গত ০৪ জানুয়ারি (শনিবার) পারিবারিকভাবে দ্বিতীয় বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এর পরই এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, একজন ব্যক্তি নিকাহনামায় স্বাক্ষর করার সময় কান্না করছেন। ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, তাহসান ২য় বিয়ে করতে গিয়ে অনেক কান্না করেছে।

অর্থাৎ, ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তিকে তাহসান দাবি করা হয়েছে এবং ভিডিওটি তার দ্বিতীয় বিয়ের বলেও দাবি করা হয়েছে।এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত এই দাবিতে ফেসবুকে সবচেয়ে ভাইরাল ভিডিওটি ২ কোটি ৮০ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে এবং প্রায় ২ লক্ষ ৫০ হাজারটি আলাদা অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি তাহসানের দ্বিতীয় বিয়েতে তাহসানের কান্নার দৃশ্যের নয় বরং পাকিস্তানের একজন ব্যক্তির বিয়েতে কান্নার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ayankhatri11 ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ০৮ অক্টোবরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে উর্দু ভাষায় লেখা হয়, আল্লাহ যেন আমার মাকে ক্ষমা করে দেন এবং আমাকে ধৈর্য্য ধারণ করতে দেন (ভাষান্তরিত)। ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির অ্যাবাউট অংশ পর্যবেক্ষণ করলে দেখা যায়, অ্যাকাউন্টটি পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছে। উল্লেখ্য যে, উর্দু পাকিস্তানের একটি অফিশিয়াল ভাষা।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির বায়োতে তার টিকটক অ্যাকাউন্টের ইউজারনেম (ayankhatri1) উল্লেখ করা হয়। এরই সূত্র ধরে টিকটকে অনুসন্ধান করলে ayankhtri1 ইউজারনেমের একটি অ্যাকাউন্টে প্রচারিত উক্ত একই ভিডিওটি ২০২৪ সালের ২১ সেপ্টেম্বরে প্রচার করতে দেখা যায়। এছাড়া, সেসময়ে উক্ত অ্যাকাউন্টটিতে বিয়ে সংক্রান্ত আরো একাধিক ভিডিও পোস্ট করতেও দেখা যায়।

অপরদিকে, গত ০৪ জানুয়ারি (শনিবার) পারিবারিকভাবে দ্বিতীয় বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অর্থাৎ, তাহসানের বিয়ে করার বেশ কয়েক মাস আগেই উক্ত ভিডিওটি অনলাইনে প্রচার করা হয়েছে।

সুতরাং, পাকিস্তানের একজন ব্যক্তির বিয়েতে কান্নার দৃশ্যকে তাহসানের দ্বিতীয় বিয়েতে তাহসানের কান্নার দৃশ্যের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *