বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া

Share Now..

সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর দিলেন ঢালিউড নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। ২৮ নভেম্বর মধ্যরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানান ৩৯ বছর বয়সি এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই খবর জানান তার অনুসারীদের। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’জানা গেছে, পাত্রের নাম মোস্তাক কিবরিয়া। পেশায় একজন ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। সংবাদমাধ্যমে নিজের বিয়ে প্রসঙ্গে কেয়া বলেন, ‘মা ও বোন অসুস্থ থাকায় হঠাৎ করেই পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে। তবে পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছা আছে।’ মনতাজুর রহমান আকবর নির্মিত ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া। এরপর টানা সিনেমায় অভিনয় করেন। নায়ক হিসেবে পান মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানদের মতো তারকাদের।  মাঝে পারিবারিক কারণে লম্বা বিরতিতে যান কেয়া। এরপর ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন নায়িকা। বর্তমানে তার অভিনীত বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *