বিয়ে করলেন সালমান মুক্তাদির
Share Now..
ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির অবশেষে বিয়ে করেছেন। রোববার (৩০ এপ্রিল) বিয়ে করেছেন তিনি। সামাজিকমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে মঙ্গলবার (২ মে) তিনি নিজেই জানিয়েছেন এ ইউটিউবার-অভিনেতা।
ছবিগুলোর মন্তব্যের ঘরে নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দু’জনের সুন্দর ভবিষ্যত কামনা করছেন তারা।
এদিন স্ত্রীর সঙ্গে নিজের কয়েকটি রোমান্টিক ছবি ফেসবুকে পোস্ট করেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, ‘বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’ তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি।ইউটিউবার সালমান শুরুতে মানুষদের বোকা বানানোর জন্য প্র্যাঙ্ক ভিডিও নির্মাণ করেন। এ কারণে তার এই বিয়ের ছবিগুলো মানুষকে বোকা বানানোর জন্য কিনা, সেটা নিয়ে সন্দিহান অনেকে।
Every hero needs a story—begin yours today! Lucky Cola
The ultimate gaming adventure awaits—are you in? Lucky Cola