বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ছয়, আফগানিস্তানের তিন

Share Now..

শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। গত শনিবার ফাইনালে  দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। এরই মধ্যে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোহিত শর্মাকে অধিনায়ক করে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন ভারতের সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার। এছাড়া প্রথমবারের মতো সেমিফাইনালে উঠা আফগানিস্তানের তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন টুর্নামেন্ট সেরার একাদশে। 

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার আছেন একজন করে। তবে রানার্সআপ দক্ষিণ আফ্রিকার কেউ জায়গা পাননি এই একাদশে। প্রোটিয়াদের একজন জায়গা পেয়েছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে।

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের দল: রোহিত শর্মা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, মার্কাস স্টোনিয়াস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রশিদ খান, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, ফজলহক ফারুকি। 

দ্বাদশ খেলোয়াড়: আনরিখ নরকিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *