বিশ্বকাপের স্কোয়াড নিয়ে ভাবনায় পাকিস্তান
চারদিকে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। আসরটিতে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ঝালিয়ে নিচ্ছে নিজেদের। এছাড়াও টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করতে যাওয়া প্রায় সব দলগুলো নির্বাচন করে ফেলেছে, কারা করবে বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব। তবে এরমধ্যে ব্যতিক্রম পাকিস্তান। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের পারফরম্যান্সের ওপর বিবেচনা করে বিশ্বকাপের জন্য দল গঠন করতে চায় বাবর আজমরা। গেল পরশু আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান। এই সিরিজে পাকিস্তান দলে ডাক পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটে ১০ বছরের জন্য নিষিদ্ধ হওয়া উসমান খান এবং অবসর ভেঙে ফিরে আসা পেসার মোহাম্মদ আমির।
চলতি মাসের ১০, ১২ ও ১৪ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে পাকিস্তান। এরপর ২২, ২৫, ২৮ ও ৩০ মে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাবর-শাহিনরা। এরপর ৩১ মে বিশ্বকাপে খেলার জন্য যুক্তরাষ্ট্র উড়াল দিবে পাকিস্তান।
পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।