বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন জাকেরের
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে জাতীয় দলে ডাক পান জাকের আলি অনিক। চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার টি-টোয়েন্টিতে অভিষেক হয় এই উইকেটরক্ষক ব্যাটারের। লঙ্কানদের বিপক্ষে ৩৪ বলে ৬৮ রানের দারুণ ইনিংস খেলে নজর কাড়েন সবার। পারফর্ম করে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা করে নেন জাকের। বিশ্ব মঞ্চে দেশের জন্য বড় কিছু করার স্বপ্ন দেখছেন তিনি।
বিশ্বকাপকে কেন্দ্র করে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২৮ মে) জাকেরের সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি। সেখানে তিনি বলেন, ‘দল হিসেবে আমি চাইবো, আমরা প্রতিটা ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে এবং জিততে। নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে। এই বিষয়টা সব সময় ভাবনায় কাজ করে। ইচ্ছা থাকবে, আগে যেসব জিনিস অর্জন করতে পারিনি, সেসব যেন এবার অর্জন করতে পারি।’
নিজের ব্যক্তিগত পরিকল্পনা প্রসঙ্গে জাকের আরও বলেন, ‘যখন থেকে শুনলাম যে আমি দলে আছি, তখন থেকেই ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করে দিয়েছি। কার সঙ্গে কীভাবে খেলতে হবে, কোন প্রতিপক্ষের সঙ্গে কী রকম কৌশলে নিতে হবে, সেগুলো নিয়ে ভাবছি। সেভাবেই আগাচ্ছি।’
ক্রিকেটে নিজের শুরু প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেট দেখেই ক্রিকেটে আসা। ২০০৭ সাল থেকে বাংলাদেশের ক্রিকেট খুব ভালোভাবে অনুসরণ করি। ওয়েস্ট ইন্ডিজের সেই বিশ্বকাপ থেকে ক্রিকেটটা ভালোভাবে বোঝা শুরু করি। তখন থেকেই আসলে ইচ্ছে ছিল যে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলব। দেশের হয়ে খেলাটাই সবচেয়ে বড় ব্যাপার। সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয়, তবে তো আরও ভালো।’