বিশ্বকাপে বাবাকে ছাড়িয়ে ছেলের কীর্তি

Share Now..

চলমান বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল ভারত ও নেদারল্যান্ডস। যেখানে আগে ব্যাট করে রেকর্ড বিভিন্ন গড়ে পাহাড় সমান সংগ্রহ করে ভারত। তবে তার মধ্যে ডাচ্ অলরাউন্ডারও নিজের নামে এক কীর্তি লেখে নিয়েছে।

যেখানে সেই ক্রিকেটার পেছনে ফেলেছে তার বাবাকে। বলছিলাম ডাচ অলরাউন্ডার বাস ডি লিডের কথা।

এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপে খেলতে এসেছেন ডাচরা। এবারের আসরে কমলা জার্সিরা সেমিফাইনালে যেতে না পারলেও চমক দেখিয়েছে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। তবে দলের পারফরম্যান্স এবার তেমন উল্লেখযোগ্য না হলেও অলরাউন্ডার বাসের এই বিশ্বকাপ থাকবে স্মৃতিময় হয়ে।

ভারতে অভিষেক বিশ্বকাপ খেলতে এসেই যে গড়েছেন রেকর্ড! এবারের আসরে ৯ ম্যাচে ৮ ইনিংসে এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন বাস ডি লিড, যা ডাচদের হয়ে এ বিশ্বকাপে সর্বোচ্চ। সর্বোচ্চ ডাচদের পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারেও।

আগে এই রেকর্ডটি ছিল তার বাবার টিম ডি লিডের। তিনি ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ মোট তিন বিশ্বকাপ খেলে নিয়েছিলেন ১৪ উইকেট।

গতকাল তিনি বেঙ্গালুরুতে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের ওপেনার রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে বাবার রেকর্ড ভেঙে দেন বাস। বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ডি লিড পরিবারের পরে আছেন লোগান ফন বিক (১২) ও পল ফন মিকেরেন (১২)।

970 thoughts on “বিশ্বকাপে বাবাকে ছাড়িয়ে ছেলের কীর্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *