বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হতে চান রিশাদ
বাংলাদেশের ক্রিকেটে আক্ষেপের এক নাম লেগ স্পিন। দীর্ঘদিন ভালো মানের লেগ স্পিনার না থাকার আক্ষেপে পুড়েছে দেশের ক্রিকেট। তবে সেই আক্ষেপ কিছুটা ঘুচিয়েছেন রিশাদ হোসেন। একাদশে নিয়মিত খেলছেন এই লেগ স্পিনার। পারফর্ম করেই জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। আসন্ন এই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হতে চান এই টাইগার লেগ স্পিনার।
বিশ্বকাপকে কেন্দ্র করে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৭ মে) রিশাদের সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি। সেখানে তিনি বলেন, ‘আগের থেকে ভিন্ন ফল হবে আশা করি। নামের পেছনে আমি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি এটা দেখতে চাই যেহেতু মূলত আমি বোলার। অলরাউন্ডার হিসেবেও নিজেকে অনেক দূর এগিয়ে দেখতে চাই।’
বিশ্বকাপ খেলা গর্বের বিষয় উল্লেখ করে রিশাদ আরও বলেন, ‘এটা (বিশ্বকাপ) সবার জন্য সারাজীবনের স্বপ্ন। বিশ্বকাপে খেলা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। চেষ্টা করবো সামর্থ্যের সর্বোচ্চটা দিতে।’