বিশ্ববিদ্যালয় দিবসে ইবিতে গ্রীন ভয়েস এর বৃক্ষরোপণ কর্মসূচি
ইবি।
আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জন্মদিন। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি দিনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন নিজ নিজ কার্যক্রমের মাধ্যমে উৎযাপন করছে। গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষে থেকে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন৷
আজ মঙ্গলবার (২২ নভেম্বর ) বেলা ১২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের সামনে রাস্তার দুই পাশে শান্তির প্রতীক খ্যাত জলপাই গাছ রোপণ করা হয়েছে। সেখানে প্রায় ১৫ থেকে ২০ টি চারাগাছ রোপণ করা হয় ৷
সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুল কবীর , ইবি প্রেসক্লাবের সভাপতি আবু হুরাইরা এবং গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোখলেছুর রহমান সুইট এছাড়াও সংগঠনের প্রায় ৪০ জন সাধারণ সদস্য উপস্থিত ছিলেন৷
ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুল কবীর বলেন, গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সবাইকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কর্মসূচির মাধ্যমে দিনটি উৎযাপন করার জন্য। যেখানে যুব সমাজ বর্তমানে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে। সেখানে যুবকদের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে আগামী প্রজন্মের জন্য বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব।
এছাড়া ও গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোখলেসুর রহমান সুইট বলেন , ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রীন ভয়েস এর উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে পড়ুক এই লক্ষ্যে শান্তির প্রতীক খ্যাত জলপাই গাছ রোপণ করা হয়েছে। আমরা চাই পৃথিবীকে আগামীর শিশুর জন্য বাস যোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে। তাই আসুন বৃক্ষ রোপণ বৃদ্ধি করি পৃথিবীকে মানুষের বাস যোগ্য করি।
Build your empire and crush your enemies in real-time strategy! Lucky Cola