বিশ্বে ‘থিনেস্ট স্বাস্থ্যের’ দেশের তালিকায় ভিয়েতনাম

Share Now..

বিশ্বে থিনেস্ট স্বাস্থ্যের মানুষের দেশের তালিকায় অন্যতম ভিয়েতনাম। দেশটির জনসংখ্যার মধ্যে স্থুলতার হার দুই দশমিক এক শতাংশ। শনিবার (২১ ডিসেম্বর) সিসিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। 

জাতিসংঘের তথ্য অনুসারে, ভিয়েতনামের ১০ শতাংশ মানুষ দরিদ্র। ভালো খেতে না পারার কারণে দেশটির একাংশ রোগা। এর বাইরে দেশটির মানুষের খাদ্যাভ্যাসে ভারসাম্য আছে। এই কারণে দেশটিতে মোটা মানুষের সংখ্যা কম। খবরে বলা হয়েছে, দেশটির মানুষ ঐতিহ্যবাহী ডায়েট অনুসরণ করে- যার মধ্যে ফ্রেস সবজিতে মানুষ বেশি অভ্যস্ত। এ ছাড়া ভিয়েতনামের লোকেরা সাইকেলিং, হাঁটাচলাসহ দৈনন্দিন ফিজিক্যাল এক্সারসাইজে যুক্ত থাকায় স্থূলতায় হার কম। 

চলতি বছরের গত সেপ্টেম্বরে বিশ্বে মুটিয়ে যাওয়া মানুষের ওপর জরিপ চালিয়ে দেশভিত্তিক তালিকা প্রকাশ পেয়েছে ওয়ার্ল্ড অ্যাটলাস সংস্থার ওয়েবসাইটে।  সেখানে বলা হয়, টোঙ্গা দ্বীপরাষ্ট্রের নাগরিকরা স্থূলতার দিক থেকে শীর্ষে রয়েছে। একই তালিকায় বাংলাদেশ রয়েছে ১৮২ নম্বরে। অর্থাৎ দেশে স্থূল মানুষের সংখ্যা কম। 

সতর্ক হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে অন্তত ২৫ কোটি শিশু স্থূলতায় আক্রান্ত হবে। নগরায়ন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার অভাবে মানুষের স্থূলতা দেখা দেয়। আফ্রিকা ও এশিয়ার দেশগুলো যতবেশি শিল্পখাতে উন্নতি করবে, স্থূলতাও বাড়বে পাল্লা দিয়ে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *