বিশ্ব গণমাধ্যমে বঙ্গবাজারে আগুনের খবর

Share Now..

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ খুচরা কাপড়ের বাজার বঙ্গবাজার মার্কেট। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই হাজার হাজার ব্যবসায়ীর সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পাশাপাশি দেশীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) শিরোনাম ছিল ‘বাংলাদেশের রাজধানীতে পোশাকের বাজারে আগুন’। তাদের সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, ইউএস নিউজ একই খবর প্রকাশ করেছে।বার্তা সংস্থা এএফপি বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইনকোয়ারার, ব্যারন, দুবাই ভিত্তিক গণমাধ্যম আল-এরাবিয়া, আবুধাবির ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল প্রভৃতি এএফপির সূত্রের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন লিখেছে। রয়টার্সের সচিত্র প্রতিবেদনের শিরোনাম ‘ফায়ার ফাইটারস, আর্মি ওয়ার্ক টু ডেজ ম্যাসিভ ফায়ার ইন বাংলাদেশ’। একই খবর প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম যেমন টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস প্রভৃতি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ‘বাংলাদেশ অগ্নিকাণ্ড: শত শত দমকলকর্মী বিশাল ঢাকার কাপড়ের বাজারে আগুন নিয়ন্ত্রণে আনে’ শিরোনামে বঙ্গবাজারে আগুনের খবরের শিরোনাম দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার শিরোনাম ‘বাংলাদেশের জনপ্রিয় পোশাকের বাজারে বড় ধরনের অগ্নিকাণ্ড’।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ‘বাংলাদেশ মার্কেটে হাজার হাজার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, বিজনেস স্ট্যান্ডার্ড, ট্রিবিউন ইন্ডিয়া, সংবাদ সংস্থা আইএএনএস, সংবাদ সংস্থা পিটিআই, পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করেছে।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ‘ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন, অনেক দোকান পুড়ে ছাই।’ সংবাদ প্রতিদিনে খবর এসেছে, ‘ঈদের আগে ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ হাজার দোকান পুড়ে ছাই’। জি নিউজের খবরের শিরোনাম ‘ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে ৪০ দোকান! ঘন কালো ধোঁয়া আর অশ্রুতে ভারাক্রান্ত এলাকার বাতাস…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *