বিশ্ব রেকর্ডধারী অ্যাথলেটের রহস্যজনক মৃত্যু

Share Now..

কেনিয়ার বিশ্ব রেকর্ডধারী অ্যাথলেট আগনেস তিরোপকে নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ২৫ বছর বয়সী এই অ্যাথলেটের পেট ও ঘাড়ে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর রহস্য উদঘাটন করতে তদন্ত চালিয়ে যাচ্ছে কেনিয়ান পুলিশ। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস আফ্রিকা।

তবে কেনিয়ান অ্যাথলেটিকস ফেডারেশনের অভিযোগের তির তিরোপের স্বামীর দিকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে নারীদের ১০ হাজার মিটার ইভেন্টে পরপর দুই বার (২০১৭ ও ২০১৯ সাল) ব্রোঞ্জ জিতেন তিরোপ।

দুই মাস আগে টোকিও অলিম্পিকে নারীদের ৫ হাজার মিটার ইভেন্টে ০.৭৫ সেকেন্ডে ব্যবধানের কারণে পদক (চতুর্থ) বঞ্চিত হন তিনি। তবে গত মাসে জার্মানিতে ১০ কিলোমিটার রোড রেস ৩০ মিনিট ০১ সেকেন্ডে শেষ করে নতুন বিশ্বরেকর্ড গড়েছিলেন এই অ্যাথলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *