বিষয়খালীতে ঈদ-উল আযহার নামাজ আদায়
বসির আহাম্মেদ, ঝিনাইদহঃ
ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দের মধ্যদিয়ে সারা দেশের ন্যায় ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী হাজ্বী আম্বর আলী হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টার সময়। মহারাজপুর ইউনিয়নের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সর্ববৃহৎ এই ঈদের জামাত পরিচালনা করেন বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আনিচুর রহমান। এখানে ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া, ঝিনাইদহ জেলা বোন বিভাগের কর্মকর্তা মুকুল হোসেন, রাজবাড়ী জেলার বালিয়াকন্দি উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলেমান সরদার,৩ নং ওয়ার্ড মেম্বার আতিকুর রহমান আতিক , সমাজসেবক দবির আলী, সাংবাদিক বসির আহাম্মেদ, শিক্ষক,ব্যাংকার, সেনাসদস্য,নৌবাহিনীসদস্য,পুলিশসদস্য,বিজিবিসদস্য,ব্যবসায়ীসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের প্রায় ৩ হাজার মানুষ একত্রে ঈদের নামাজ আদায় করেন।ইউনিয়নের সর্ববৃহৎ ঈদের জামাতে পাপমুক্তির আকুল আবেদনে মহান আল্লাহ্র দরবারে হাত তুলে মোনাজাত পরিচালনা করেন বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও বিষয়খালী হাজ্বী আম্বর আলী হাফিজিয়া মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা আনিচুর রহমান। অপরদিকে ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটার সময় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত ঈদের জামাতে হাজারো মুসল্লি একত্রিতে ঝিনাইদহের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করে।