বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৮৪ জনকে দ্রুত নিয়োগে হাইকোর্টের নির্দেশ
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত নিয়োগ বঞ্চিত ৮৪ জন প্রার্থীকে দ্রুত নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার( ৫ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
৮৪ জন প্রার্থীর করা ৪ রিট আবেদনের জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেওয়া হয়। ৩৬, ৩৭ ও ৩৯তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিয়োগবঞ্চিতরা ২০২০ সালে পৃথক রিট করেন।
টের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া ও মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া জানান, রুল শুনানি শেষে রায় দিয়েছেন। রায়ে এইসব প্রার্থীকে দ্রুত নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে কোনো প্রার্থীদের বিরুদ্ধে যদি কোনো নির্দষ্ট মামলা থাকে তাহলে সে নিয়োগ পাবে না। এ রায়ের ফলে রিটকারীরা ন্যায় বিচার পেয়েছেন এবং তাদের নিয়োগের পথ সুগম হলো বলে মন্তব্য করেন তিনি।
Existe alguma maneira de recuperar o histórico de chamadas excluídas? Aqueles que possuem backup na nuvem podem usar esses arquivos de backup para restaurar registros de chamadas de celular.