‘বিয়ে করলেই কোভিড হচ্ছে, তাই…!

Share Now..

আপনারা কী এতই বোকা শেষমেষ সালমানের বউ বানিয়ে দিলেন। এখন তো মনে হয় ওর আমাদের বাসায় আসতেও লজ্জা করবে। অথচ সালমানের সঙ্গে আমাদের পরিবারের কত বছরের সম্পর্ক!’ গণমাধ্যমের সাম্প্রতিক তুমুল গুঞ্জন নিয়ে বললেন সোনাক্ষী সিনহা।

সম্প্রতি সালমানের বিয়ের খবর রটে যায় সোনাক্ষীর সঙ্গে। সাময়িক হলেও সালমান খানের নামের পাশ থেকে সরেছিল ‘সিঙ্গেল’ তকমা। ‘ভাইজান’-এর রাতারাতি একা থেকে দোকা হওয়া নিয়ে উল্লসিত ছিল ভক্তকূলও। এ সবই হয় নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মহিমায়। সেখানে দেখা গিয়েছিল, হাসিমুখে আংটিবদল করছেন সালমান এবং সোনাক্ষী সিংহ। সেই ছবি দেখে যদিও বোঝাই যাচ্ছে, প্রযুক্তির কারিকুরিতে বর-কনে সাজানো হয়েছে তাঁদের। আর এই ফেইক ছবিটিই অনেকে টুইট করে ছড়িয়ে দেন বিভিন্ন বলিউড তারকা কলাকুশলীদের ভেতরে।
এদিকে ভুয়া বিয়ের খবরের জবাবে এসব কথা বললে গণমাধ্যম কর্মীর সোনাক্ষীর আসল বিয়ের তারিখ জানতে চান। এ প্রশ্নের জবাবে সোনাক্ষী বলেন ‘বিয়ে করলেই সবার তো কোভিড হচ্ছে। আপনারা আমি কি সেটাও বাধিয়ে বসব তা হলে? একারণেই বিয়ে করছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *