বিয়ে বাড়িতে গিয়ে সাফার প্রেমে পড়েন জোভান

Share Now..

নিয়ামুল মফঃস্বল শহরের বাড়ি বাড়ি ঘুরে বিয়ের ভিডিও করে। এটাই তার পেশা। একদিন কোন এক বিয়েতে ভিডিও করতে গিয়ে দেখা হয় মায়াময় আফিয়ার সঙ্গে। জানা যায় আফিয়া কাজ করে বিউটি পার্লারে। তারপর অন্য প্রেমের গল্পের মতই আফিয়া-নিয়ামুলের প্রেমের গল্প চলে। কিন্তু, এ গল্পে বাধ সাধে শারীরিক সৌন্দর্য। তবে কি নিয়ামুলের পাওয়া হয় না আফিয়াকে। শারীরিক সৌন্দর্য কি বাঁধা হয়ে দাঁড়ায় তাদের প্রেমে। কেইবা শারীরিকভাবে অসুন্দর। ভালোবাসার চেয়ে সুন্দর কিছু কি আছে। মানসিক সৌন্দর্যে কে কার কাছে হার মানে। প্রশ্নগুলোর উত্তর মিলবে শেষ বিকেল গল্পের চিত্রনাট্যে।

এমন গল্পে এগোবে ‘শেষ বিকেল’ নাটক নামের ঈদের নাটক। এ নাটকে নিয়ামুল চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে। আর আফিয়ার চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে।

জোভান-সাফা ছাড়াও এ নাটকে বিভিন্ন চরত্রে অভিনয় করেছেন আশারফুল আশিষ, মাহবুবুর রহমানসহ অনেকে।

‘শেষ বিকেল’ নাটকটি রচনা করেছেন আহমেদ তাওকীর, পরিচালনা করেছেন হাসান রেজাউল। অনফোকাসের প্রযোজনায় যন্ত্রাক্ষি ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। ঈদে বেসরকারি একটি চ্যানেলে প্রচার হবে ‘শেষ বিকেল’।

One thought on “বিয়ে বাড়িতে গিয়ে সাফার প্রেমে পড়েন জোভান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *