বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫১তম শাহাদৎ বাষিকী পালিত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুক্রবার বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান লাইব্রেরী ও মিউজিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সকাল ১০টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন স্থানীয় সাংসদ শফিকুল আজম খান চঞ্চল। শুক্রবার দুপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান লাইব্রেরী ও মিউজিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি উদ্দীন। আলোচন সভায় হামিদুর রহমান বীরত্ব গাঁথা জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মোঃ মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সহযোদ্ধা, মোঃ নজরুল ইসলাম বগা, মোঃ শাহজাহান আলী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভঅপতি মোঃ রাজিদুল ইসলাম রাজা ও সম্পাদক মোঃ ওয়াসিম আকরাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক মোঃ ওমর ফারুক। স্থানীয় সাংসদ শফিকুল আজম খান চঞ্চল বলেন, বীরশেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহ জেলার গর্ব। স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বগাথা ইতিহাস জাতি কখনোই ভুলবেন না।
Ready for action? Dive into the hottest online game Lucky Cola