বুন্দেসলিগার শীর্ষে উঠে এলো বায়ার্ন
লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা বেয়ার লেভারকুসেনকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এর মধ্য দিয়ে তারা আবারও বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো।
রবিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৫টি গোল পরিশোধ করে বায়ার্ন। এর মধ্যে প্রথম ৩০ মিনিটের মধ্যে (প্রথমটি ৩ ও দ্বিতীয়টি ৩০ মিনিটের সময়) জোড়া গোল করেন রবার্ট লেওয়ানডোস্কি।
এর চার মিনিট পরই বায়ার্নের স্কোর ৩-০ করেন জার্মান ফরোয়ার্ড থমাস মুলার। পরের মিনিটেই এক হালি পূর্ণ করেন জার্মান উইঙ্গার সার্জ নাবরি। ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল আদায় করেন তিনি।
পরে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে একটি গোল পরিশোধ করে বেয়ার লেভারকুসেন।
এই জয়ের মধ্য দিয়ে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডটমুণ্ডের সমান ম্যাচে ১৮ পয়েন্ট। আর তৃতীয় স্থানে থাকা বেয়ার লেভারকুসেনেরও সমান ম্যাচে ১৬ পয়েন্ট।
Wow, wonderful blog layout! How lengthy have you ever been running a blog
for? you make running a blog look easy. The entire look of
your web site is wonderful, as well as the content material!
You can see similar here dobry sklep
I was looking through some of your blog posts on this website and I believe this
website is really informative! Keep on posting.Money from blog