বুবলীকে চেনেন না মিমি
ঢালিউড মেগাস্টার শাকিব খান ও টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’ সিনেমা বিশ্বের ১৫টি দেশে মুক্তি পেয়েছে। সম্প্রতি কলকাতায় সংবাদ সম্মেলন করেছেন শাকিব-মিমি। সেখানে সাংবাদিকরা বুবলী প্রসঙ্গ তুলে প্রশ্ন করতে ছাড়েননি।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় কলকাতায় ‘তুফানের’ প্রিমিয়ার শো-এর আগে সংবাদ সম্মেলনে শাকিবকে প্রশ্ন করা হয়েছে, ‘মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং বুবলী কি ছবিটা দেখেছিল দেখে থাকলে তার রিয়্যাকশনটা কী ছিল।’
প্রশ্ন শুনে শাকিব কিছুক্ষণ চুপ থেকে বুবলীর বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেন। আর এই যে পাশাপাশি বসে কথা বলছি এতোক্ষণেও বোঝা যায়নি মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আসলে ব্যাপারটা উরাধুরাই ছিল।
এদিকে বুবলীর বিষয়ে প্রশ্ন করা হলে মিমি পরিচালক রায়হান রাফীকে জিজ্ঞেস করেন বুবলী কে।
এরপর এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।