বৃষ্টিভাগ্যে বিশ্বকাপের সেমিতে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

Share Now..

বাংলাদেশ দলের কাছে হেরে ঘরের মাঠে সিরিজ খুইয়েছে দক্ষিণ আফ্রিকার ছেলেরা। তবে পরদিন সকালেই প্রোটিয়া ক্রিকেটপ্রেমীদের সুখবরই দিলো দক্ষিণ আফ্রিকার নারী দল। নারী বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠে গেছে তারা।

এর পেছনে অবশ্য বড় অবদান বৃষ্টির। বৃহস্পতিবার ওয়েলিংটনে গ্রুপ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা নারী দল। কিন্তু বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়েছে মাত্র ৬৫ বল। ফলে ম্যাচ ভেসে যাওয়ায় পাওয়া ১ পয়েন্টের সুবাদে সেমির টিকিট নিশ্চিত হয়েছে তাদের।

শুরু থেকেই ছিল বৃষ্টির হানা। প্রায় চার ঘণ্টা পর ইনিংসপ্রতি ২৬ ওভার করে খেলার সিদ্ধান্ত হয়। যেখানে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ষষ্ঠ ওভারের মধ্যে মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

পরে পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে ৫.২ ওভারে ৩৯ রান যোগ করেন মিগনন ডু প্রিজ ও মারিয়ান ক্যাপ। ডু প্রিজ ৩১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন, ক্যাপ করেন ৫ রান। ইনিংসের ১১তম ওভার শেষ হওয়ার আগেই নামে বৃষ্টি। যা আর থামেনি। ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।
প্রথম রাউন্ডে এখন পর্যন্ত ছয় ম্যাচে ৪ জয় ও এক পরিত্যক্ত ম্যাচ থেকে ৯ পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠেছে তারা। টেবিল টপার অস্ট্রেলিয়া ছয় ম্যাচের সবকয়টি জিতে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *