বেনাপোলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ পালাতক আসামী আটক
এস আর নিরব যশোরঃ
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ পালাতক আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ মার্চ) ভোরে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক আসামীরা হলেন,বেনাপোল পোর্টথানার উত্তর বারোপোতা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আবুজার গিফারী (২২) সাদিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদ রানা (২৪) খড়িডাঙ্গা গ্রামের মাহাতাব আলী ঢালীর ছেলে আশিকুর রহমান সেলিম (২০) গাজিপুর গ্রামের ইলিয়াস খার ছেলে রাজ খা(২২) বারোপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮) বারোপোতা গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী ফেরদৌসী খাতুন ( ৪৭) উত্তর বারোপোতা গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী আয়েশা বেগম (৫৫) বেনাপোল পোটথানাধীন বৃত্তিআচড়া গ্রামের মিজাক আলী ছেলে বাবু (৩০) ও উজ্জ্বল হোসেন (২৫)।উভয় পিতা মিজাক আলী। মামলায় দুই কেজি গাঁজাসহ বেনাপোল পোর্টথানার মানকিয়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে আতিয়ার রহমান (৩৫) আটক করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে জানতে চাইলে, বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।